পান্তা ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা
পান্তা ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা-বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির একটি
গুরুত্বপূর্ণ অংশ হলো পান্তা ভাত। বিশেষ করে গ্রামের মানুষরা পান্তা ভাত খেতে
অনেক পছন্দ করে। এটি মূলত আগের রাতের রান্না করা ভাত পানিতে ভিজিয়ে
রেখে পরের দিন সকালে খাওয়া হয়। বাংলার ঐতিহ্য ধরে রাখতে বৈশাখ মাসের ১
তারিখে অর্থাৎ পহেলা বৈশাখ বেশিরভাগ মানুষ পান্তা -ইলিশ খেয়ে থাকে।
পান্তা খাওয়ার আগে এর গুনাগুন ও ক্ষতিকর দিকগুলো জানা জরুরী। পান্তা ভাতের যেমন কিছু উপকারিতা আছে , তেমনি কিছু অপকারিতা আছে। বিশেষ করে যদি এটি অস্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ করা হয়। অনেকের কাছে এটি শুধু ঐতিহ্যবাহী খাবার নয় বরং স্বাস্থ্যকর বলেও বিবেচিত। পান্তা ভাতে সাধারণত কাঁচা মরিচ, পেঁয়াজ , লবণ এবং মাঝে মাঝে ইলিশ মাছ বা শুকনা মরিচ ভাজি দিয়ে খাওয়া হয়।
পেজ সূচিপত্রঃ গ্রাম-বাংলার মানুষের অতি পরিচিত খাবার পান্তা ভাত
- পান্তা ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা
- পান্তা ভাত গরমকালে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে
- পান্তা ভাতে থাকা ফার্মেন্টেড পানি অন্ত্রের জন্য ভালো ব্যাকটেরিয়া তৈরি করে
- শ্রমজীবী মানুষদের জন্য একটি দ্রুত শক্তি সরবরাহকারী খাবার
- এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স শরীরের শক্তি উৎপাদনে ভূমিকা রাখে
- এটি ঘাম ও ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়ক হতে পারে
- পান্তা ভাতে থাকা অল্প পরিমাণ ইলেকট্রিক এসিড অন্ত্রের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে
- গ্যাস বা এসিডিটির সমস্যা থাকলে পান্তা ভাত তা কমাতে সাহায্য করে
- পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ , মরিচ , লবণ খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
- লেখকের শেষ কথা-মন্তব্য-পান্তা ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা এই সম্পর্কে
পান্তা ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা
বাংলাদেশের একটি প্রাচীন ও জনপ্রিয় খাদ্য , বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে এর
ব্যাপক প্রচলন রয়েছে। আগের দিনের রান্না করা ভাত পানিতে ভিজিয়ে রেখে পরের সকালে
খাওয়া হয়। এই খাবারটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং গরমকালে এটি বেশ
স্বস্তিদায়ক, পান্তা ভাতে ফার্মানটেশন প্রক্রিয়ায় কিছু উপকারী ব্যাকটেরিয়া
তৈরি হয়ে যা হজমে সহায়ক। এছাড়া একটি সহজপাচ্ছে এবং ভিটামিন বি কমপ্লেক্সের
ভালো উৎস হতে পারে। কাঁচা পেঁয়াজ, মরিচ ও লবণসহ খেলে এটি স্বাদ ও পুষ্টিগুনে আরো
সমৃদ্ধ হয়।
পান্তা ভাতের কিছু অপকারিতা আছে যেগুলো আমরা জেনে নেইঃ
- রাতভর পানিতে ভেজানো তাতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে , যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে
- পান্তা ভাত যদি ঠিকমতো থেকে না রাখা হয় তাতে ধুলাবালি ও জীবাণু জমে যেতে পারে
- বেশি পান্তা ভাত খেলে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে
- ডায়াবেটিস রোগীদের জন্য একটি রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়িয়ে দিতে পারে
- অতিরিক্ত খেলে হজমের সমস্যা বা গ্যাস্ট্রিক হতে পারে
- পান্তা ভাতে প্রয়োজনীয় প্রোটিন ও ভ্যাট কম থাকে, যা দেহের জন্য অপর্যাপ্ত
- কিছু ক্ষেত্রে খাদ্যে এলার্জি বা সংবেদনশীলতা দেখা দিতে পারে
- সঠিক স্বাস্থ্যবিধির না মানলে এটি খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে
- অনেক সময় নোনতা পানির কারণে শরীরের সোডিয়াম লেভেল বেড়ে যেতে পারে
- প্রতিদিন কমটা খাওয়ার অভ্যাস পুষ্টির ঘাটতি সৃষ্টি করতে পারে
পান্তা ভাত গরমকালে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে
পান্তা ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা--পান্তাভাত গরমকালে শরীর ঠান্ডা রাখতে
সহায়তা করে এই বিষয় সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবোঃ
গরমকালের শরীর অতিরিক্ত ঘাম এবং তাপমাত্রার কারণে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। এ
সময় শরীরকে ঠান্ডা ওষুধ রাখার জন্য হালকা , সহজপাত্র ঠান্ডা জাতীয় খাবার খাওয়া
প্রয়োজন। পান্তা ভাত ঠিক এমনই একটি খাবার,যা গরমের দিনে শরীরকে ভিতর থেকে ঠান্ডা
রাখতে সাহায্য করে। পান্তা ভাত হয় আগের রাতে রান্না করা ভাত ভিজিয়ে রেখে , যা
ফারমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ঠান্ডা ও হালকা শাকযুক্ত হয়ে ওঠে।
হার্মেন্টেশনের কারণে এতে কিছু প্রাকৃতিক প্রয়োগ টিক উপাদান তৈরি হয়,যা সহজে
সহায়ক এবং শরীরের ভেতরের গরম কমাতে কার্যকর।
আরো পড়ুনঃ গরমে যারা ভারী খাবার খেতে পারেন
এই ভেজানো ভাত খেলে শরীর হাইড্রেড থাকে,কারণ এতে প্রচুর পানি থাকে যা ঘামে হারিয়ে
যাওয়া তরল পূণরায় পূরণ করতে সাহায্য করে।সেই সাথে এটি শরীরকে দ্রুত শক্তি জোগায়
এবং ক্লান্তি দূর করে।গরমে যারা ভারী খাবার খেতে পারেন না,তাদের জন্য পান্তা ভাত
একটি আরামদায়ক ও হালকা বিকল্প।তবে,এটি খাওয়ার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা
জরুরি,কারণ সঠিকভাবে সংরক্ষণ না করলে পান্তা ভাবে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে।সব
মিলিয়ে,গরমকালে পান্তাভাত শুধু ঐতিহ্যবাহী খাবার নয় বরং একটি প্রাকৃতিক ও কার্যকর
ঠান্ডা রাখার উপায়ও বটে।
পান্তা ভাতে থাকা ফার্মেন্টেড পানি অন্ত্রের জন্য ভালো ব্যাকটেরিয়া তৈরি করে
পান্তা ভাতে থাকা ফার্মেন্টেড বানিয়ে মন্ত্রের জন্য ভালো ব্যাকটেরিয়া তৈরি
করে--এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ
পান্তা ভাত তৈরির সময় রাতে রান্না করা ভাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়ার
উপযোগী করা হয়। এই প্রক্রিয়ায় যে পানি ব্যবহৃত হয় , তা রাতে ভাতের সঙ্গে থেকে
প্রাকৃতিকভাবে ফার্মেন্ট বা গাজন হয়ে যায়। এই ফার্মেন্টের পানিতে ল্যাকটিক
এসিড ব্যাকটেরিয়া নামক কিছু উপকারী অণুজীব জন্ম নেয়, যেগুলো আমাদের অন্তর নালীতে
ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। এ ধরনের ব্যাকটেরিয়া গুলোকে সাধারণত
প্রোবায়োটিক বলা হয় , যা অন্ত্রের পরিবেশ ঠিক রাখতে সাহায্য করে এবং হজম শক্তি
উন্নত করে। প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আমাদের দেহে ক্ষতিকর ব্যাকটেরিয়ার
সংখ্যাকে কমিয়ে , রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ফার্মেন্টেড পানির এই উপকারিতা মূলত তাদের জন্য উপযোগী যাদের হজমজনিত সমস্যা ,
কুষ্ঠুকাঠিন্য বা অন্ত্রের অস্বস্তি থাকে। নিয়মিতভাবে সঠিকভাবে তৈরি ও সংরক্ষিত
পান্তা ভাত খেলে অন্তরের স্বাস্থ্যকর মাইক্রোফ্লরা গড়ে ওঠে , যা পরবর্তীতে পুরো
হজম প্রক্রিয়াকে সহায়তা করে। তবে এটি খাওয়ার সময় সতর্ক থাকতে হবে-যদি
ফার্মেন্টেশন বেশি হয়ে যায় বা খাবার দূষিত হয়ে পড়ে , তাহলে তা উপকারের বদলে
ক্ষতির কারণ হতে পারে। তাই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি পান্তা ভাত ও এর
পারমান্টিয়েট পানি অন্ত্রের জন্য একটি প্রাকৃতিক ও কার্যকর সহায়ক হতে পারে।
শ্রমজীবী মানুষদের জন্য একটি দ্রুত শক্তি সরবরাহকারী খাবার
শ্রমজীবী মানুষদের একটি দ্রুত শক্তি সরবরাহকারী খাবার-পান্তা ভাত। শ্রমজীবী
মানুষদের প্রতিদিন শারীরিক পরিশ্রম করতে হয়-কখনো মাঠে কাজ , কখনো নির্মাণ স্থলে
, আবার কখনো কারখানায় শ্রম। এ পরিশ্রমে শরীর থেকে দ্রুত শক্তি খরচ হয় , তাই
তারা এমন একটি খাবার চান যা সহজে হজম হয় , দীর্ঘক্ষন পেট ভরে রাখে এবং দ্রুত
শক্তি সরবরাহ করে। এইদিক থেকে পান্তা ভাত একটি চমৎকার ও কার্যকর খাবার। খুব সহজেই
এটি তৈরি করা যায়।পান্তা ভাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ , যা দেহে গ্লুকোজ হিসেবে
রূপান্তর হয়ে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। এতে থাকা ভাতের শ্বেতসার দ্রুত রক্তে
শর্করার মাত্রা বাড়িয়ে শাশুড়িকে কর্মক্ষম রাখে। এছাড়া এটি খুবই সহজপাচ্য
এবং হালকা হওয়া শ্রমের মাঝে বা পড়ে খেতে আরামদায়ক।
ফারম্যানটেশনের কারণে পান্তা ভাত এ কিছু প্রাকৃতিক অনুজীব গঠিত হয় , যা অন্ত্রের
স্বাস্থ্য ভালো রাখে , ফলে পরিশ্রমের পর হজমে সমস্যা হয় না। এটি দীর্ঘক্ষণ
শরীরে জলীয় উপাদান ধরে রাখতে সহায়তা করে , হলে ঘামের মাধ্যমে শরীরের লবণ
ও পানি ঘাটতি কিছুটা পূরণ হয়। পান্তা ভাতের সাথে সাধারণত কাঁচা
পেঁয়াজ , কাঁচামরিচ , লবণ এবং মাঝে মাঝে শুকনা মরিচ বা ইলিশ
মাছ খাওয়া হয়-যা খাবারটিকে আরো পুষ্টিকরো মুখরোচক করে তুলে। এটি সহজলভ্য ও
শাস্ত্রয়ে খাবার শ্রমজীবী মানুষদের জন্য একদিকে যেমন তৃপ্তিদায়ক , অন্যদিকে
তেমনি দ্রুত শক্তির উৎস। তোদের খাবারটি সঠিকভাবে সংরক্ষণ ও পরিষ্কারভাবে
পরিবেশন না করলে পেটের সমস্যা হতে পারে। তাই সচেতন ভাবে গ্রহণ করলে পান্তা ভাত
শ্রমদ্বীপের মানুষের জন্য একটি কার্যকর শক্তির উৎস হিসেবে কাজ করে।
এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স শরীরের শক্তি উৎপাদনে ভূমিকা রাখে
পান্তা ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা-এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স শরীরের
শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। পান্তা ভাতের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো এর
ফার্মেন্টেড গুনাগুন , যার ফলে এতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হতে পারে। যখন ভারত
দীর্ঘ সময় পানিতে ভেজানো থাকে , তখন তা প্রাকৃতিকভাবে গাজন প্রক্রিয়ার মাধ্যমে
কিছু উপকারী উপাদান তৈরি করে , তার মধ্যে অন্যতম হলো ভিটামিন বি কমপ্লেক্সের কিছু
উপাদান। ভিটামিন বি কমপ্লেক্সে যেমন ভিটামিন১ , বি২ , বি৩ , বি ৬ ,বি১২
ও ফলিক এসিড ইত্যাদি থাকে , সেগুলো শরীরের পুষে শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ। এই ভিটামিন গুলো খাওয়ার পর দেহের গ্রহণ করা কার্বোহাইডেট ,
প্রোটিন ও চর্বিকে ভেঙ্গে গ্লুকোজ এ পরিণত করে এবং তা থেকে শক্তি উৎপাদনের
সহায়তা করে।
আরো পড়ুনঃ পান্তা ভাত খাওয়ার উপকারিতা
খেটে খাওয়া মানুষ শিক্ষার্থী বা যারা দীর্ঘ সময় কাজ করেন , তাদের দেহে শক্তির
চাহিদা বেশি। পান্তা ভাতের মতো একটি হালকা ও প্রাকৃতিক উৎস , যা ভিটামিন বি
কমপ্লেক্স সরবরাহ করতে পারে , তাদের জন্য উপকারী হতে পারে। এছাড়া এই ভিটামিন
গুলো স্নায়ুতন্ত্র ঠিক রাখতে, হজম প্রক্রিয়া সচল রাখতে ও রক্ত উৎপাদন
প্রক্রিয়াও সহায়তা করে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র পান্তা ভাতে সীমাবদ্ধ না
থেকে সুষম খাদ্য গ্রহণ করলে ভিটামিন বি কমপ্লেক্সের পূর্ণ সুবিধা পাওয়া সম্ভব।
তবুও , প্রাকৃতিকভাবে তৈরি পান্তা ভাত নিয়মিত খেলে এর মধ্যে থাকা ভিটামিন শরীরের
শক্তি উৎপাদনে একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে।
এটি ঘাম ও ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়ক হতে পারে
এটি ঘাম ওডিহাইড্রেশন প্রতিরোধে সহায়ক হতে পারে এই বিষয়ে বিবরণ দেয়া হলোঃ
পান্তা ভাত গরমকালীন একটি জনপ্রিয় খাবার যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ঘাম
এবং দেহাইড্রেশন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। গরমকালে মানুষের ঘামের
মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি ও লবণ হারায় , যা শরীরকে দুর্বল ক্লান্ত করে
তোলে। এই সময় শরীরকে পুনরায় তরল ও খনিজ উপাদান সরবরাহ করা অত্যন্ত প্রয়োজন।
পান্তা ভাত মূলত পানিতে ভেজানো ভাত, হলে এটি খাওয়ার সময় শরীরে এক ধরনের
প্রাকৃতিক পানি সরবরাহ হয়। এ পানিতে কিছুটা খনিজ লবণ এবং ভাব থেকে নির্গত উপাদান
মিশে থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া পান্তা খাওয়ার সময়
অনেকে কাঁচা লবণ,কাঁচা পেঁয়াজ ,কাঁচামরিচ , ইত্যাদি খায় , যা শরীরের
ইলেকট্রোলাইট ব্যালেন্স রক্ষায় সহায়ক।
এই খাবারটি হালকা ও সহজপাত্র হওয়ায় গরমে খাওয়ার পর ক্লান্তি বা অস্বস্তি হয়
না, বরং শরীর সতেজ অনুভব করে। শ্রমজীবী মানুষ যারা রোধে কাজ করেন ।তাদের জন্য
পান্তা ভাতে টি কার্যকর পানি শূন্যতা প্রতিরোধকারী খাদ্য হিসেবে কাজ করতে পার্
তবে মনে রাখতে হবে ,পান্তা ভাত অবশ্যই পরিষ্কার পানি দিয়ে তৈরি হওয়া উচিত , তা
না হলে এটি বেহাইড্রেশন না কমিয়ে উল্টো পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। শ্বাসমতো
ভাবে প্রস্তুতকৃত পান্তা ভাত নিয়মিত খাওয়া গরমকালে ঘাম ওডিহাইড্রেশন থেকে রক্ষা
পাওয়ার একটি প্রাকৃতিক ও সহজ উপায় হতে পারে।
পান্তা ভাতে থাকা অল্প পরিমাণ ইলেকট্রিক এসিড অন্ত্রের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে
অল্প পরিমাণ ইলেকট্রিক এসিড ন্ত্রের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে-পান্তা ভাত
তৈরীর সময় যখন ভাত পানিতে দীর্ঘ সময় ভিজে থাকে, তখন প্রাকৃতিকভাবে এক ধরনের
গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া ঘটে। এই গাজনে কিছু উপকারী অণজিৎ জন্ম নেয় যারা
ভাতের শ্বেতসার ভেঙে ল্যাকটিক এসিড তৈরি করে। এই লেক্টিক এসিড হজম প্রক্রিয়ার
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক উপাদান। পরিবেশে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা
বৃদ্ধি করে , যাদের বলা হয় প্রোবায়োটিক। এই ব্যাকটেরিয়া গুলো খাদ্যকে দ্রুত
ভেঙ্গে হজম করতে সাহায্য করে এবং শরীরের পুষ্টির শোষণের ক্ষমতা বাড়ায়। হলে
কুষ্ঠ কাঠিন্য , গ্যাস্ট্রিক বা অম্বলের মত সমস্যাও অনেকটাই কমে যায়।
এছাড়া ল্যাকটিক এসিড অন্ত্রের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে ,
যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং হজমতন্ত্রকে সুস্থ রাখে। যারা
হজমজনিত সমস্যা যেমন গ্যাস , খোলা ভাব , দুর্বল পাচনতন্ত্র ইত্যাদি তাদের জন্য
পান্তা ভাত একটি প্রাকৃতিক সহায়ক হতে পারে। তবে সবকিছুই নির্ভর করে
স্বাস্থ্যসম্মত প্রস্তুতি ও সংরক্ষণের ওপর। যদি পান্তা ভাতে অতিরিক্ত গাজন বা
দূষণ ঘটে, তাহলে লেক্টিক এসিডের উপকারিতা কমে এ গিয়ে ক্ষতির সম্ভাবনা দেখা দিতে
পারে। তাই নিরাপদ ও পরিষ্কারভাবে প্রস্তুত করা পান্তা ভাত খেলে, তাতে থাকা
ল্যাকটিক এসিড অন্তরের হজম শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
গ্যাস বা এসিডিটির সমস্যা থাকলে পান্তা ভাত তা কমাতে সাহায্য করে
গ্যাস বা এসিডিটির সমস্যা থাকলে পান্তা ভাত তা কমাতে সাহায্য করে।গ্যাস বা
এসিডিটির সমস্যা বর্তমানে খুব সাধারণ একটি শারীরিক সমস্যা , যা সাধারণত ভুল
খাদ্যাভ্যাস, দুশ্চিন্তা , ভাজাপোড়া খাওয়া কিংবা হজমজনিত জটিলতার কারণে হয়ে
থাকে। এই সমস্যায় পেটে অস্বস্তি, পেট ফাঁপা , বুক জ্বালা বা পেতে চাপ অনুভূত
হয়। ধরনের সমস্যার জন্য একটি উপকার হিসেবে পরিচিত। পান্তা ভাত ফার্মানটেশনের
মাধ্যমে তৈরি হওয়ায় এটি অনেকটা পাতলা ও সহজপাত্র খাব... এটি খাওয়ার পর
পাকস্থলীতে অতিরিক্ত চাপ পড়ে না এবং গ্যাস্ট্রিক এসিড নিঃসরণ ও তুলনামূলক কম
হয়।ফলে এসিডিটির সমস্যা কিছুটা কম হয়।
এছাড়া পাম থাকা অল্প পরিমাণ সহায়ক ব্যাকটেরিয়া তৈরি করে, যা খাদ্য হজমে
সাহায্য করে এবং অন্তরের গ্যাস সৃষ্টিকারী জীবাণুর পরিমাণ কমিয়ে দেয়। ফলে
গ্যাসের প্রবণতা হ্রাস পায় এবং পেট হালকা লাগে। পান্তা ভাত সাধারণত ঠান্ডা
পরিবেশে খাওয়া হয় যা পেটের জ্বালাপোড়া বা গ্যাস্ট্রিকের অস্বস্তি প্রশমনের
স্বস্তিদায়ক প্রভাব ফেলে। অনেকেই কাঁচা পেঁয়াজ,কাঁচামরিচ ও লবণ মিশিয়ে খায় যা
হজমে সহায়ক উপাদান হিসেবে কাজ করে। নিয়মে তৈরি ও স্বাস্থ্যকর ভাবে খেলে পান্তা
ভাত গ্যাস ও এসিডিটির সমস্যা প্রসম্মানে একটি কার্যকর প্রাকৃতিক সমাধান হতে
পারে।
পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ , মরিচ , লবণ খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
পান্তা ভাতের কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ , লবণ খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়ায়-এই ব্যাপারে কিছু কথাঃ
পান্তা ভাত শুধু একটি ঐতিহ্যবাহী খাবারই নয় , এর সঙ্গে যদি কাঁচা পেঁয়াজ ,
কাঁচামরিচ ও লবণ যোগ করা হয় , তাহলে এটি একটি প্রাকৃতিক রূপ প্রতিরোধ খাদ্য
হিসেবেও কাজ করে।
কাঁচা পেঁয়াজ-কাঁচা পেঁয়া যে থাকে এন্টি-অক্সিডেন্ট , সালফার যৌগ ও এন্টি
ব্যাকটেরিয়াল উপাদান, যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দেহকে লড়াই করতে
সাহায্য করে। এটি সর্দি-কাশি, গলা ব্যথা ও সংক্রমণ প্রতিরোধ ও কার্যকর ভূমিকা
রাখে।
কাঁচা মরিচ-কাঁচামরিচের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের রূপ প্রতিরোধ
ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ক্যাপসাইসিন নামে একটি উপাদান রক্ত
সঞ্চালন উন্নত করেও হজমে সহায়ক। এই উপাদান গুলো একসাথে খেলে শরীর যেমন পুষ্টি
পায় , তেমনি হজম শক্তি বাড়ে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বৃদ্ধি
পায়।
তবে অতিরিক্ত লবণ বা মরিচ খাওয়া এড়িয়ে চলা উচিত , বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ
বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগেন। সব মিলিয়ে , পান্তা ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ
, কাঁচামরিচ ও লবণ একটি সহজ , শাস্ত্রই এবং প্রাকৃতিক রূপ প্রতিনিধি খাদ্য হিসেবে
বিবেচিত হতে পারে।
লেখকের শেষ কথা-মন্তব্য-পান্তা ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা এই সম্পর্কে
পান্তা ভাত আমাদের সংস্কৃতির একটি মূল্যবান অংশ, বিশেষ করে গ্রামীণ জীবনের সাথে
গভীরভাবে জড়িত। এটি শুধু সাশ্রয়ী ও সহজলভী নয়, বরং হজমের সহায়ক, শরীর ঠান্ডা
রাখে, দ্রুত শক্তি সরবরাহ করে এবং কিছু ক্ষেত্রে অন্তরের জন্য উপকারী
ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে। তবে এর কিছু অপকারিতা অস্বীকার করার সুযোগ
নেই। যথাযথভাবে সংরক্ষণ না করলে এতে ক্ষতি করবেটেরিয়া জন্ম নিতে পারে, এছাড়া
ডায়াবেটিস বা গ্যাস্ট্রিক এর রোগীদের জন্য এটি সব সময় উপযোগী নাও হতে পারে।
লেখক হিসেবে আমার মন্তব্য হলো--পান্তা ভাত অবশ্য উপকারী একটি খাবার তবে তা খেতে
হবে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিমিতভাবে। সঠিকভাবে তৈরি ও উপযুক্ত উপাদানের সঙ্গে
গ্রহণ করলে এটি একদিকে যেমন শরীরের উপকারে আসে , তেমনি আমাদের খাদ্য ঐতিহ্য কেউ
টিকিয়ে রাখে। সবশেষে উপকার ও অপকারের ভারসাম্য বজায় রেখেই সচেতন ভাবে এই খাবার
গ্রহণ করায় বুদ্ধিমানের কাজ।
প্রিয় পাঠক, পান্তা ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে-পুরো
আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আর্টিকেলে পান্তা ভাত
খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিশদভাবে এবং সহজভাবে তুলে ধরা হয়েছে।
আশা করি পুরো আর্টিকেলটি পড়ে আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনার কাছের
মানুষ প্রিয়জন আর বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই কষ্ট করে শেয়ার করবেন। আপনার
মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে মাঝে মাঝে ওয়েবসাইটটি ভিজিট
করবেন, ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করা ভিন্ন টাইপের আর্টিকেল আপনি করতে
পারবেন। এতে আমার মনে হয়, কিছুটা হলেও আপনি উপকৃত হবেন।
মাসুদা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url